প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:৪৬ পিএম | অনলাইন সংস্করণ Count : 68
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সবচেয়ে নজীরবিহীন ঘটনা হচ্ছে দলীয় কার্যালয়ে তালা দিয়ে দেওয়া।’
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।
বিএনপি কার্যালয়ে তারা দেবার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অফিসকে অবরুদ্ধ করে রাখা হয়। এটা কেন? আমাদের নেতৃবৃন্দ কি সশস্ত্র অবস্থায় কর্মসূচি পালন করেছিলেন? প্রশ্ন তোলেন রিজভী।
তিনি বলেন- সংবিধান কাটছাঁট করার পরেও যতটুকু অধিকার আছে, তাতে বিরোধী দলের কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার আছে। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার এই অধিকারও আমাদের কাছে থেকে কেড়ে নিতে চায়।
সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দলের অবস্থান জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে রিজভী এ প্রশ্ন রাখেন। উত্তরে তিন বলেন, ‘রাজশাহী যেন একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দুই তিন দিন ধরে একটা বীভৎস পরিবেশ তৈরি করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব হাত-পা ভেঙে দিতে চেয়েছেন। কই তার বিরুদ্ধে আইন-আদালতের কোথাও তো আদেশ হলো না!’
তিনি আরও বলেন, এক ধরনের ভয় সরকারকে পেয়ে বসেছে। আর সেজন্যই সরকার দিশেহারা হয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর দ্বারা অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশীদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।