নির্বাচনে মা জায়েদা খাতুনকে বিজয়ী ঘোষণার পর জিসিসি'র সাবেক মেয়র জাহাঙ্গীর জানান, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার মানুষকে অনেক ধন্যবাদ। আল্লাহর পরে এই সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এলাকার মা-বোনেরা নিজেরা বের হয়ে এসেছেন আমার মাকে ভোট দিতে।
নৌকা প্রতীকের বিরুদ্ধে জয় প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, এটা নৌকার পরাজয় নয়, এখানেও নৌকাই জিতেছে। আমি কখনও নৌকার বিরুদ্ধে ছিলাম না, থাকবোও না। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা যেমন ছিলো, তেমনি আছে। এটি ব্যক্তির বিরুদ্ধে নৌকার জয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ, আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। দয়া করে এটা করবেন না।
মা মেয়র হয়েছেন, মায়ের পাশে কোন ভূমিকায় তাকে দেখা যাবে জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, আমার মায়ের পাশে সব সময় আমি থাকবো। যেভাবে তাকে সাহায্য করা সম্ভব আমি করবো।