প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ২:২৮ এএম | অনলাইন সংস্করণ Count : 62
দেশের চেয়ে কলকাতার বাংলা চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নুসরাত ফারিয়ার। সেখানকার ছবিতে অভিনয় করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে গতকাল বুধবার মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে তার নায়ক হিসেবে থাকছেন সোমরাজ মাইতি। চলচ্চিত্রে পরিচিত মুখ না হলেও ছোট পর্দায় জনপ্রিয় তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব।
সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি, এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে ছবির শুটিং শুরু হবে।’
এদিকে গতকাল মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল, সৌহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াংকা সরকার। এদিকে কলকাতায় রকস্টার নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। যৌথ প্রযোজনায় নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল ‘আশিকী’ সিনেমা দিয়ে। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘হিরো ৪২০’ সিনেমাতেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন এই অভিনেত্রী।