ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
এশিয়ান ডিজাইনারদের বাজিমাত
কান চলচ্চিত্র উৎসবে মধ্যরাতে সানির ঝলক
নিপু বড়ুয়া, ফ্রান্স ( কান থেকে)
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭:২৮ এএম | অনলাইন সংস্করণ  Count : 118

আর দুই দিন পরই কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে। ৭৬তম এই আসরে বিশ্বখ্যাত তারকাদের পদচারণায় মুখর ছিল ফ্রান্সের কান সমুদ্র সৈকত। এদিকে বুধবার মধ্যরাতে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। নিজের নতুন সিনেমা ‘কেনেডি’র প্রচার করাই তার উদ্দেশ্য। উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্পেশাল স্ক্রিনিং বিভাগে রয়েছে এটি।

সানি লিওনিকে নিয়ে ‘কেনেডি’ পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় পালে ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ছবিটির প্রদর্শনী শেষ হয় রাত পৌনে ৩টার দিকে। টানা ৭ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন পেয়েছেন ছবির কলাকুশলীরা। এর পরই কেনেডি’ টিমের সঙ্গে লাল গালিচায় ঝলক দেখালেন সানি লিওনি। তাকে দেখা গেছে গোলাপি সিল্কি গাউনে। তার ভাষায়, ‘এমন অভিজ্ঞতা আমার আর হয়নি। নতুন একটি জগৎ আবিষ্কার করলাম কানে এসে।’

‘কেনেডি’ ছবিতে সানি লিওনির সঙ্গে অভিনয় করেছেন রাহুল ভাট। এর গল্পে দেখা যায়, বছরের পর বছর মৃত বলে ধরে নেওয়া সাবেক পুলিশ কেনেডি রাহুল ভাট অনিদ্রায় ভোগে। আড়ালে দুর্নীতিগ্রস্তদের জন্য কাজ চালিয়ে যাচ্ছে সে।

এর আগে সর্বোচ্চ ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।
এদিকে কান চলচ্চিত্র উৎসবের নবম দিনে শেষ হয় সিনেমার বাজার মার্শে দ্যু ফিল্ম বিভাগের কার্যক্রম। পালে দে ফেস্টিভ্যাল ভবনের নিচতলার পুরোটা ধরে লেকপাড়ে সাজানো হয় বরাদ্দ নেওয়া স্টল ও প্যাভিলিয়ন।

এবার দেখা গেছে ৬০ দেশের সাগরঘেঁষা প্যাভিলিয়ন। আর পালে ভবনের নিচতলায় বাংলাদেশের বিএফডিসি-সহ স্টল ছিল চার শতাধিক। গত ১৬ মে উৎসব উদ্বোধনের সঙ্গে কানের সিনেমা বাজার খুলে যায়। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সিনেমার প্রচারণা-পরিবেশনার জমজমাট আয়োজন এটি। বুধবার সন্ধ্যায় এর সমাপনী হয়। এদিকে উৎসবে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-এর নামে স্টল নেয়া হয়। স্টলটি যারা নিয়েছেন, শেষ পর্যন্ত তারা আসতে পারেননি। তবে এবারের সিনেমা বাজারে পালে ভবনের পালে-ই সিনেপ্লেক্সে মা সিনেমার প্রিমিয়ার হয়। মার্শে দ্যু ফিল্ম বিভাগ বন্ধের দিন দেখা গেছে বাংলাদেশের স্টলটি ফাঁকা পড়ে ছিল।

এদিন সন্ধ্যায় মার্শে দ্যু ফিল্মের দায়িত্বে থাকা এক তথ্য-কর্মকর্তা জানান, বরাবরের মতো এবারও সিনেমার বাজার ছিলো বেশ জমজমাট। মার্শে দ্যু ফিল্ম বন্ধের সন্ধ্যায় প্রকাশ হলো ৬২তম ‘কান ক্রিটিকস উইক’ পুরস্কার। যাতে ১০ হাজার ইউরোর ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতে নেন ‘টাইগার স্ট্রাইপস’ নির্মাতা আমান্ডা নেল ইউ। হরর ঘরানার এই ছবিটি মালয়েশিয়ার এবং এই নারী নির্মাতার প্রথম ছবি। ‘টাইগার স্ট্রাইপস’ হলো জাফফান নামের এক ১২ বছরের এক বালিকার গল্প। যে তার শরীর সম্পর্কে একটি ভয়ঙ্কর রহস্য আবিষ্কার করে।

সিনেমার পরিসর বাড়াতে ইইউ থেকে ৩৫০ মিলিয়ন ইউরো বাজেট পেল ফ্রান্স। এই বাজেট মূলত ফ্রান্সের ‘লা গ্রান্দে ফ্যাবরিক দে ইমেইজ’ প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রামটি ফ্রান্সের সিনেমা স্টুডিও সম্প্রসারণ এবং উন্নয়ণের কাজে ব্যয় করা হবে। ফ্রান্সের স্টুডিও এবং প্রযোজক সংস্থাগুলো এই অর্থ পাবেন। ফ্রান্সের সিনেমা সিটি হলিউড, জার্মান, ও ইতালির পরে ৪ নম্বরে অবস্থান করছে।  ফ্রান্স সরকার দীর্ঘদিন যাবত তাদের ফিল্ম ক্যাপাসিটি বাড়ানোর পরিকল্পনা করে আসছিলো। প্যানডেমিকের আগে ইইউ সিনেমা ও অডি-ভিজ্যুয়ালের জন্য ইউরোপে ২.৩ বিলিয়ন ডলার খরচ করার সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে ফ্রান্স এবার ইইউ থেকে ৩৫০ মিলিয়ন ইউরো বাজেট পেয়েছে।

কান উৎসব শুধুমাত্র তারকা ফ্যাশন ও সিনেমাই নয়। এই উৎসব সিনেমা নিয়ে কথা বলা, ও সিনেমা প্রোডাকশনের ভবিষ্যত নিয়ে কথা বলারও উৎসব। সেই ধারাবাহিকতায় হলিউড রিপোর্টের আয়োজনে কান সৈকতে একটি টক-শো আয়োজন করা হয়।

কান উৎসবে বিশ্ববিখ্যাত তারকারা বাহারি রং ও নকশার পোশাক পরে হাজির হন । তাই এই পোশাকের ডিজাইনার নিয়ে আলাদা কৌতূহল থাকে সবসময়। কান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উৎসবের এই আসরে এশিয়ান ডিজাইনাররাই বাজিমাত করেছেন। যা সবচেয়ে বেশি চোখে পড়েছে চীনের জনপ্রিয় অভিনেত্রী ফ্যঅন বিংবিংয়ের কারণে। বুধবার এশিয়ার বিভিন্ন ডিজাইনারের নকশায় পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন। এই ‘এক্স-মেন’ তারকা ১২ দিনের উৎসবের বাইরেও বেশকিছু অনুষ্ঠানের জন্য পোশাক ডিজাইন করেছেন। যেগুলো পর্যায়ক্রমে দেখা যাবে উৎসবের শেষদিন শনিবার পর্যন্ত। তিনি দীর্ঘদিন ধরে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ‘লুই ভিটন’ এর প্রতিনিধিত্ব করছেন। এর বাইরে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের পোশাকের দূত হিসাবে কাজ করেছেন।

উৎসবের দশম দিনে গতকাল দেখানো হয় মূল প্রতিযোগিতা বিভাগে ছিল দুটি সিনেমা। একটি ফ্রান্সের ক্যাথেরিন ব্রেইয়াত পরিচালিত 'লাস্ট সামার', অন্যটি জার্মানির উইম ওয়েন্ডার্সর পরিচালিত 'পারফেক্ট ডেজ'।

প্রতিযোগিতা শাখার বাইরে প্রদর্শিত হয় দক্ষিণ কোরিয়ার 'কবওয়েব' সিনেমাটি। পরিচালনার দায়িত্বে ছিলেন কিম জি-উন। আঁ সেঁর্তা রিগা বিভাগেও ছিল দুটি সিনেমার প্রদর্শন। ফ্রান্সের জ্যঁ-বের্নার মার্লার 'সালেম' ও ফ্রান্সের দেলফিন দ্যুলোগেত পরিচালিত 'নাথিং টু লুজ'। এটি এই নির্মাতার প্রথম সিনেমা।

কান ক্লাসিক বিভাগে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের ' দ্য ভিলেজ', আর্মেনিয়ার 'হ্যালো দ্যাটস মি' ও ফ্রান্সের তথ্যচিত্র 'ভিভা ভার্ডা'।

১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। এটি রয়েছে প্রতিযোগিতার বাইরে। একই দিন জমকালো আয়োজনে পালে ভবনের প্রধান অডিটোরিয়ামে প্রকাশ করা হবে ৭৬তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া বিজয়ীদের নাম। প্রদান করা হবে পাম দ’ পুরস্কার।




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com