ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
নতুন বাজেটে সরকারি চাকুরেদের জন্য থাকছে সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭:৪৭ এএম | অনলাইন সংস্করণ  Count : 98

নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সুখবরের ঘোষণা না থাকলেও, নতুন অর্থবছরে সুখবর থাকছে। এই সুখবর নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। সেই কমিটি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রথমে যাচাই-বাছাই করবে। এরপরই কি পরিমাণ ইনক্রিমেন্ট দেওয়া যায় তা সুপারিশ করবে। সুপারিশ অর্থ মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর সবার বেতন বাড়ানো হবে। একেবারে ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। 

সূত্রে আভাস পাওয়া গেছে, মূল্যস্ফীতি মোকাবিলায় নির্ধারিত ৫ শতাংশের বার্ষিক ইনক্রিমেন্টের বাইরে অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। এর পরিমাণ হতে পারে মূল বেতনের ১০ থেকে ২০ শতাংশ। কী পরিমাণ অর্থ অতিরিক্ত প্রয়োজন হতে পারে তা কমিটি নির্ধারণ করবে। মহার্ঘ ভাতার আদলেই এই বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 

এর আগে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় চিন্তাভাবনা করেছিল। একই সঙ্গে তা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য একটি প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর উপস্থাপন হয়নি। এর আগেই আভাস পেয়েছিল অর্থ বিভাগ যে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্ট দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

পাঁচ বছর পর একটি নতুন পে স্কেল ঘোষণা করার কথা থাকলেও, ২০১৫ সালের জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয়। এরপর প্রতি বছর জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল পে কমিশনের। এর জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়। কিন্তু ইনক্রিমেন্ট ৫ শতাংশ রয়ে গেছে। 

বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ। এর বাইরেও বিভিন্ন করপোরেশন ও এমপিওভুক্ত শিক্ষকসহ এর সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে বরাদ্দ ৭৪ হাজার ১৮৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও, তা সংশোধিত বাজেটে কমিয়ে আনা হয়েছে। আগামী অর্থবছরে এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৭৭ হাজার কোটি টাকা।
নির্বাচনে না এসে বাধা দিলে প্রতিহত করা হবে




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com