প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮:৫১ এএম | অনলাইন সংস্করণ Count : 79
রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে অবৈধ মদসহ মো. মনির হোসেন নামে একজন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার কড়াইল বস্তি এন্ড টি কলোনীর (এরশাদ মাঠ) কবরস্থান রোডস্থ মিম ফ্যাশন গ্যালারী নামের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৫৬ বোতল অবৈধ মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করে আসছিল। বিভিন্ন কৌশলে তার ব্যাবসা পরিচালনা করে আসছিল।
গোয়েন্দা তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং কারা হচ্ছিল। সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে, ওই মাদক ব্যবসায়ী বিমানবন্দর কেন্দ্রিক একটি চক্র হতে অবৈধ বিদেশী মদ সংগ্রহ করে গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করবে।
অধিদফতর জানায়, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। করবো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে।