ই-পেপার শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৪, সন্দেহভাজন আটক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৯:১০ এএম  (ভিজিট : ৩৪৩)
জাপানে বিরল বন্দুক ও ছুরি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে জাপানের নাগানো অঞ্চলের নাকানো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় এক প্রবীণ নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

শুক্রবার সকালে জাপান পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৪টা নাগাদ ওই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সন্দেহভাজন হামলাকারী ওই শহরের একটি ভবনে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশ।

বিবিসি জানিয়েছে, জাপানে এ ধরনের বন্দুক ও ছুরি হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। এমনকি দেশটিতে হত্যার ঘটনাও খুব কম ঘটে। বিশ্বের যেসব দেশে খুবই কঠিন বন্দুক আইন রয়েছে, জাপান তার একটি।

দেশটির কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর ওই সন্দেহভাজন কয়েক ঘণ্টা ধরে যে বাড়িতে লুকিয়ে ছিলেন, সেটার মালিক তার বাবা। তিনি (সন্দেহভাজন হামলাকারীর বাবা) নাকানো সিটি অ্যাসেম্বলির স্পিকার।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close