ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
এবার জি -৭ এর সঙ্গে রাশিয়ার উপর জাপানের নিষেধাজ্ঞা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৯:৫৯ এএম আপডেট: ২৬.০৫.২০২৩ ১২:০৯ পিএম | অনলাইন সংস্করণ  Count : 73

গত সপ্তাহে আয়োজিত গ্রুপ অফ সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনের পরে জাপান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শাস্তিস্বরূপ এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বেলারুশে পরমাণু স্থাপনার নিন্দা জানিয়েছে দেশটি। খবর রয়টার্স।

শুক্রবার (২৬ মে) জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এ তথ্য নিশ্চিত করেছেন। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করায় রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এটি ইউক্রেনে আগ্রাসনের আশেপাশের পরিস্থিতি আরও তীব্র করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জি-৭ এর সঙ্গে সমন্বিত পদক্ষেপে জাপান রাশিয়ায় সেনা কর্মকর্তা সহ ৭৮টি গ্রুপ এবং ১৭ জন ব্যক্তির সম্পদ জব্দ করবে এবং ৮০টি রাশিয়ান (সামরিক-অধিভুক্ত) গবেষণা ল্যাবগুলোতে রফতানি নিষিদ্ধ করবে।

এছাড়াও, জাপান রাশিয়াকে নির্মাণ ও প্রকৌশল পরিষেবা প্রদান নিষিদ্ধ করার কথা জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মাতসুনো বলেন, ‘যুদ্ধকালীন পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই রাশিয়ার পারমাণবিক হুমকিকে মেনে নেয় না। একই সঙ্গে এর ব্যবহার বাদ দেওয়ার কথাও বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স সহ জি-৭ এর নেতারা গত সপ্তাহে বিশ্বের প্রথম পারমাণবিক বোমায় বিধ্বস্ত শহর হিরোশিমায় অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সামরিক সহায়তা এবং নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনকে সমর্থন করার জন্য একমত হয়েছেন।




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com