ই-পেপার বিজ্ঞাপনের তালিকা  বুধবার ৩১ মে ২০২৩ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার  বুধবার ৩১ মে ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
কার্ট কোবেইনের ভেঙে ফেলা সেই গিটার বিক্রি হলো ৬ লাখ ডলারে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৯:৫৬ এএম | অনলাইন সংস্করণ  Count : 59

মার্কিন রক ব্যান্ড 'নির্ভানা'র প্রতিষ্ঠাতা সদস্য, গায়ক ও গিটারিস্ট কার্ট কোবেইনের ভেঙে ফেলা একটি গিটার নিলামে প্রায় ৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। শনিবার নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রয়াত গায়কের ভেঙে ফেলা এই কালো রঙের ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটারটি বিক্রিত মূল্যের দশ ভাগের এক ভাগ মূল্যে বিক্রি হবে বলে ধারণা করেছিলেন আয়োজকরা।

১৯৯৪ সালে আত্মহত্যা করে নিজের জীবনাবসান ঘটিয়েছিলেন কার্ট কোবেইন। কিন্তু দুনিয়াজুড়ে অগণিত ভক্তের কাছে আজও তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতো। মঞ্চে উঠে উগ্র ও জোরাল পারফরম্যান্সের জন্য তার খ্যাতি ছিল।

নব্বইয়ের দশকের শুরুর দিকে নির্ভানার 'নেভারমাইন্ড' অ্যালবামের কাজ চলার সময় এই গিটারটি ভেঙ্গে ফেলেন কার্ট কোবেইন। যদিও গিটারটি পরে জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটি আর বাজানোর উপযুক্ত হয়নি।

কোবেইনের এই গিটারটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হলো, গিটারের গায়ে সিলভার মার্কার দিয়ে ব্যান্ডের তিন সদস্যের স্বাক্ষর রয়েছে। শুধু তাই নয়, কোবেইন তার বন্ধু ও সঙ্গীত সহযোগী মার্ক ল্যানেগ্যানকে উৎসর্গ করে দুই লাইন লিখেছেন এই গিটারের গায়ে। মার্ক ল্যানেগ্যান গত বছর মারা গিয়েছেন।

কার্ট কোবেইন প্রায়ই নিজের নামের বানান ভুল লিখতেন। এই গিটারেও তিনি নিজের নাম স্বাক্ষর করেছেন 'Kurdt Kobain' লিখে। নিজের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটার ভেঙেছেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com