ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
বিল্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাডোব ফটোশপ
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ২:৫৮ এএম | অনলাইন সংস্করণ  Count : 166

ছবি সম্পাদনার জগতে আরও এক ধাপ এগিয়ে যেতে ফটোশপ সফটওয়্যারে মৌলিক টুলসগুলোর সঙ্গে এবার আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিস্টেম যুক্ত করতে যাচ্ছে অ্যাডোব। আর এআই সিস্টেম যুক্ত করার মাধ্যমে ছবিতে সাধারণ এডিটিংয়ের পাশাপাশি ছবির দৃশ্যপট বদলে ফেলার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ফায়ারফ্লাই বা জোনাকি নামের এই এআই সিস্টেমকে অ্যাডোব আরেকটি মৌলিক টুল হিসেবে যুক্ত করবে, যার সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির দৃশ্যপটে নতুন কোনো চরিত্র বা বিষয় যোগ করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন। এমনকি ছবিতে থাকা আলোছায়ার পরিমাণ নতুন বসানো চরিত্র বা বিষয়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে হুবহু মেলানো যাবে এই এআই টুল ফায়ারফ্লাইর সাহায্যে।

যদিও ফায়ারফ্লাই এখনও পুরোপুরিভাবে বাজারে ছাড়েনি অ্যাডোব। কেবল ফটোশপের বেটা ভার্সনগুলোতে এই এআই সিস্টেম যোগ করা হয়েছে। তবে অ্যাডোব বলছে, চলতি বছরের শেষেই সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সমৃদ্ধ নতুন আপডেট। সম্প্রতি এক ব্লগপোস্টের মাধ্যমে ফটোশপের পণ্য ব্যবস্থাপনা এবং পণ্য কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক জানান, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছি এবং এআই সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনার দক্ষতা আমাদের ছবি সম্পাদনার দক্ষতাকে আরও সুদৃঢ় করবে। ছবি সম্পাদনাকে আরও সহজ, সাবলীল এবং সৃজনশীল করতে কয়েক মাস ধরেই আমরা এই প্রযুক্তি নিয়ে কাজ করছি। এই প্রযুক্তি নিশ্চয়ই আমাদের আরও সৃজনশীল হিসেবে তৈরি করবে।

এর আগে চলতি বছরের এপ্রিলে হয়ে যাওয়া অ্যাডোব সামিটে টুল ফায়ারফ্লাইকে সবার সামনে নিয়ে আসে অ্যাডোব। প্রদর্শন করা অ্যাডোবের এই এআই সিস্টেমকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা প্রতিষ্ঠানটির নিজস্ব ছবি সংকলন ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সামিটে প্রদর্শনের ১ মাসের মধ্যেই বেটা ভার্সনের ব্যবহারকারীরা ৭ কোটিরও বেশি ছবি তৈরি করেছিল, যার ফলে ফায়ারফ্লাইকে পরীক্ষা সফল এআই টুল বলেও দাবি করে অ্যাডোব।

নিজস্ব ছবির সংকলন এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা ছবির ওপর ভিত্তি করে কাজ করায়, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এআই টুল ফায়ারফ্লাই বাধাহীনভাবে খুব সহজেই প্রশিক্ষণ নিতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। যেখানে ছবি সম্পাদনার আর্টিফিশিয়াল টুল নিয়ে হিমশিম খাচ্ছে বাজারে থাকা অন্যান্য প্রতিষ্ঠান। 

সম্প্রতি, স্বত্ব না কিনেই প্রশিক্ষণের জন্য ছবি ব্যবহার করায় ‘স্টেবিলিটি এআইর বিরুদ্ধে মামলা করেছে ‘গেটি ইমেজ’। গেটি দাবি করছে, যথাযথ লাইসেন্স না নিয়েই লাখ লাখ ছবি কপি ও প্রসেস করেছে স্টেবিলিটি এআই।


আরও সংবাদ   বিষয়:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স   অ্যাডোব ফটোশপ  




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com