ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
কিয়েভে রাতভর হামলার পর দিনেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:২৪ এএম | অনলাইন সংস্করণ  Count : 171

ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার রাতে অব্যাহত হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার সকালে দিনের আলোতেও বিরল হামলা চালানো হয়েছে সেখানে। কিয়েভ দাবি করেছে, রাশিয়ার ৪০টির বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে তারা। নগরীর কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় কিয়েভে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। হামলার বিষয়ে মস্কোর দিক থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার মাত্রা সম্পর্কে যেসব প্রতিবেদন পাওয়া গেছে রয়টার্স স্বতন্ত্রভাবে তা যাচাইও করতে পারেনি।

রয়টার্স বলছে, ইউক্রেনের একটি পাল্টা আক্রমণের আশঙ্কা যতই নিকটবর্তী হচ্ছে মস্কো ততই আকাশপথে হামলা তীব্রতর করে তুলছে। টানা দুই রাত কিয়েভে বড় ধরনের হামলা চালাল রাশিয়া। ‘রাজধানীর জন্য আরেকটি কঠিন রাত,’ টেলিগ্রামে বলেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।

সোমবার ভোররাতে এ হামলা চলার সময় ৪০টির বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হয়েছে বলে দাবি ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের। তারা দাবি করেছেন, সোমবারের হামলায় রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে বলেছেন, ‘এসব অবিরাম আক্রমণ চালিয়ে শত্রু বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্ত্বিক উত্তেজনায় রাখতে চায়।’

দিনের আলোতে হামলা : রাতভর হামলার পর সোমবার সকালে কিয়েভে দিনের আলোতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত দাবি করেছেন, শত্রুরা ইস্কান্দার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এস-৩০০ ও এস-৪০০-এর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়ে থাকতে পারে।

সোমবার সকালে কিয়েভে অন্তত ১১টি বিস্ফোরণ শোনা গেছে। হামলায় অন্তত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো। এর আগে রোববার ভোররাতে চলতি যুদ্ধের মধ্যে কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রাশিয়া।

 তাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এদিন কিয়েভের আকাশ থেকে ৩৬টি ‘কামাকাজি’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর।




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com