প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৫৬ এএম | অনলাইন সংস্করণ Count : 233
উত্তর কোরিয়ার প্রথম মহাকাশ গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের সময় সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় উৎক্ষেপণের চেষ্টা করবে বলে জানিয়েছে দেশটি। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল ও ওকিনাওয়ার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হলেও কোনো বিপদ বা ক্ষয়ক্ষতির খবর ছাড়াই নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩১ মে) উৎক্ষেপণের পর এটি সমুদ্রে ডুবে যায়। ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে নতুন ‘চোল্লিমা-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট ব্যর্থ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। প্রথম গুপ্তচর উপগ্রহটিকে কক্ষপথে স্থাপন করার কথা ছিল।
এর আগে মার্কিন সামরিক কার্যকলাপের উপর নজরদারি বাড়াতে ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে তাদের প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করার কথা জানায় উত্তর কোরিয়া।
দক্ষিণের সামরিক বাহিনী জানায়, উপগ্রহটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর শেয়ারকৃত পানি থেকে টেনে আনা ধ্বংসাবশেষের ছবিতে দেখা যায়, একটি বড় নলাকার বস্তু একটি বয়ের সাথে সংযুক্ত রয়েছে।
সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের সহকারী অধ্যাপক এবং একজন ক্ষেপণাস্ত্র পরামর্শদাতা জর্জ উইলিয়াম হারবার্ট বলেছেন, ছবিতে রকেটের ছোট একটি অংশ দেখা যায় যেখানে একটি ‘ইন্টারস্টেজ’ বিভাগ রয়েছে। এ অংশটি অন্য পর্যায়ে সংযোগ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি সম্ভবত একটি তরল-জ্বালানী রকেট।
এদিকে রকেট উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। ফোন কলের মাধ্যমে জানান, ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপে দেশগুলো সতর্ক থাকবে।