ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
এক বাইকে চার আরোহী, নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১২:৩০ পিএম | অনলাইন সংস্করণ  Count : 1467

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা দিলে তিনজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (৩১ মে) ভোররাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

জানা গেছে, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে চারজন একটি মোটরসাইকেলে করে রওনা দেন। পথিমধ্যে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তোহিদুল ইসলাম ও আমিন শেখ। এ ঘটনায় আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যায়। আর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তোহিদুল ইসলাম ও আমিন শেখের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করেছে। তবে ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ থানায় আনা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com