প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৫:৪০ পিএম | অনলাইন সংস্করণ Count : 84
সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন দিয়েছে ১৪ দলীয় জোট।
বুধবার (৩১ মে) দুপুরে সিলেটের একটি হোটেলে সভায় এ সমর্থন দেওয়া হয়।
সিলেটের ১৪ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ভবিষ্যতেও নির্বাচনে সিলেটের নেতারা ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।