প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৯:২৭ পিএম | অনলাইন সংস্করণ Count : 743
অভিনেতা শরিফুল রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের দাবি, এই আপত্তিকর ভিডিওগুলো পাঁচবছর আগের। এগুলো শরীফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি প্রকাশ করেছেন।
সুনেরাহর এমন মন্তব্যে বেজায় চটেছেন পরীমণি। তিনি বলেন, আমার কি তাকে নিয়ে কথা বলার কথা?
পরীমণি আরও জানান, কাজ পাচ্ছেনা মনে হয় তাই লাইমলাইটে আসার চেষ্টা তার। তার সংসার ভেঙে গেলে এর জন্য সুনেরাহ দায়ী হবেন বললেন পরীমণি।
রাজ-পরীর সংসার ভাঙা প্রসঙ্গে সুনেরাহ বলেন, এটা তো তার জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে তিনি বিদ্যা সিনহা মিমকে নিয়েও এই একই অভিযোগ তুলেছিলেন। এবার আমার নামে বলছেন।
অন্যদিকে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ভাইরাল সেই ভিডিওর বিষয়টি খুবই বিরক্তিকর বিষয়। এ প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নেই।
তবে এই ভিডিও প্রসঙ্গে অভিনেত্রী তানজিন তিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া মিলেনি তার।
বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে চুপ থাকেন রাজ। নীরবতা মানে দুর্বলতা নয় বলেও জানান তিনি। এ ছাড়া বারবার হোঁচট খেয়ে হাঁটতে শিখেছেন এবং অতীতের ভুল থেকে শিখবেন বলে জানান রাজ।
শরীফুল রাজের দাবি, এই ভিডিওগুলো তার ফেসবুক থেকে প্রকাশ হয়নি। আর কে এটি করেছে, সেটি তিনিও বের করার জন্য আইনের সাহায্য নিচ্ছেন এই অভিনেতা।