প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৪৪ পিএম | অনলাইন সংস্করণ Count : 1822
হামদ ও নাত প্রতিযোগিতা 'সুরের সাথে নূরের পথে’ এর শীর্ষ ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে টফি। এটি বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত প্রথম হামদ ও নাত প্রতিযোগিতা। বাংলালিংক-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষ অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার টফি কনটেন্ট ক্রিয়েটর এক মিনিটের হামদ ও নাত ভিডিও সাবমিটের মাধ্যমে অংশগ্রহণ করে। ভিডিওর ভিউ সংখ্যার উপর ভিত্তি করে টফি সেরা ১০ জন অংশগ্রহণকারীকে বেছে নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেছে যথাক্রমে টাঙ্গাইলের মো. মোহসিন হোসাইন, সৈয়দপুরের মো. আখতারুল আলম শাহ ও ফেনীর মো. নাজমুল হোসাইন।
টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম হিসেবে টফি দেশের কনটেন্ট ক্রিয়েটরদেরকে তাদের বৈচিত্র্যময় প্রতিভা বিকাশে উৎসাহিত করতে চায়। এই উদ্দেশ্য নিয়েই অভিনব হামদ ও নাত প্রতিযোগিতা চালু করা হয়েছে। আমরা শীর্ষ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা আমাদের প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের যাত্রা সফলভাবে চালিয়ে যাবে।
সব ধরনের দর্শককে আকর্ষণীয় কনটেন্ট ও বিনোদনের উপভোগ্য অভিজ্ঞতা দিচ্ছে টফি। দর্শকদের মানসম্মত ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে টফি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।