প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৫৪ পিএম | অনলাইন সংস্করণ Count : 204
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব পাচ্ছেন এপিবিএনএ কর্মরত ডিআইজি মাহবুব আলম। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে বৃহস্পতিবার (১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। বর্তমান কমিশনার মোল্লা নজরুল ইসলামকে সরিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হবে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা বুধবার (৩১ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। বিসিএস ১৮ব্যাচের কর্মকর্তা মাহাবুব আলমের বাড়ি কুমিল্লা জেলার হোমনার খোদেদাউদপুর গ্রামে।
জানা গেছে, নানা বিতর্কিত ও একাধিক অভিযোগের পর মোল্লা নজরুল ইসলামকে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী মোল্ল্যা নজরুল ইসলামের বদলীর আদেশে স্বাক্ষরও করেছেন বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য তা আটকে ছিল। অবশ্য ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ এপ্রিল নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর সন্তোষজনক জবাব না পাওয়ায় ২৫ মে গাজীপুরের ভোট শেষ হওয়ায় মোল্যা নজরুল ইসলামকে সরিয়ে দেয়া হচ্ছে। তার স্থলাভিসিক্ত হতে যাওয়া মাহাবুব আলম ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
মাহবুব আলম তার বর্ণাঢ্য কর্মজীবনে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় লৌহজং নদের তীরে গড়ে তোলেন এসপি পার্ক। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে দায়িত্ব পালনকালে জোর দেন টেকনোলজিক্যাল সাপোর্ট উন্নত করার। আন্তরিক প্রচেষ্টায় সেটিও করতে সক্ষম হন তিনি। আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) গিয়েও একই ধরনের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় টেকনোলজিক্যাল বিষয়ে আমূল পরিবর্তন এসেছে বাহিনীটিতে। বর্তমানে প্রতিমাসে গড়ে ৩০০ মোবাইল উদ্ধার করছে এপিবিএন।
অন্যদিকে মোল্যা নজরুল ইসলাম গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর পরিবহনে চাঁদাবাজি বন্ধ, মূল সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যানজট কমাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন।
অপরদিকে নানা বিতর্কে জন্ম নেওয়া মোল্ল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার শ^শুরবাড়ির লোকজন নানা অভিযোগের আঙ্গুল তুলেন। সবমিলিয়ে ঘোলাটে পরিস্থিতিতে মোল্যা নজরুলের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে নামে পুলিশ হেডকোয়ার্টার্স। অভিযোগ যায় প্রধানমন্ত্রীর কার্যালয়েও। এছাড়া আরও নানা অভিযোগ রয়েছে মোল্ল্যা নজরুলের বিরুদ্ধে।