ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
গভীর সমুদ্র থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড ও নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৫৮ পিএম | অনলাইন সংস্করণ  Count : 92

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে মাছ ধরার একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। গত ১৬ মে তারা মাছ ধরতে গেলে ট্রলরাটি ইঞ্জিন বিকল হয়ে যায়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বুধবার বিকেলে জানান, গত ১৬ মে এফভি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলার ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে  ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। এর মধ্যে মঙ্গলবার বিকল হওয়া ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে কল করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড অভিযান শুরু করে। এরমধ্যে কোস্টগার্ডের কক্সবাজার স্টেশন ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশনে থাকা জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়। 

অভিযান চলাকালে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাছ ধরার ট্রলারটি উদ্ধারসহ ২১ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড। জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com