প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ২:৫৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 189
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় ১৩০টি আসনের বিপরীতে পাস করেছেন ২১২জন শিক্ষার্থী। অন্যদিকে বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পাস করেছে ৯.৪৩ শতাংশ শিক্ষার্থী। সংখ্যার হিসেবে দাঁড়ায় ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী।
সোমবার (৫ জুন) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ দুই অনুষদের ফল ঘোষণা করেন।
গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চারুকলা অনুষদের পরীক্ষা। মোট ১৩০টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি।
অন্যদিকে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিলো ১ লাখ ২৭ হাজার ৮২টি। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
বিজ্ঞান অনুষদের ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭৭৫ আসনের বিপরীতে ১০ হাজার ৫৫৭ জন, মানবিক থেকে ৫১ আসনের বিপরীতে ৫৪২ জন ও ব্যবসায় শিক্ষায় ২৫ আসনের বিপরীতে ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী এসএম নাফিজুল আজিজ। মানবিক ইউনিটে প্রথম হয়েছেন কুড়িগ্রাম কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। বাণিজ্য ইউনিটে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী নাহিয়ান বিন আলিম।