প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৯:৪৯ এএম আপডেট: ০৭.০৬.২০২৩ ১০:৩৪ এএম | অনলাইন সংস্করণ Count : 208
নির্বাচনকে ঘিরে জাতিসংঘের মধ্যস্ততায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, এমন কোন সংকট দেশে এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সমস্যা নিয়ে। প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। এখানে জাতিসংঘের মধ্যস্ততা বা হস্তক্ষেপের প্রয়োজন আছে-এমন রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।