প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ Count : 92
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। রাজনৈতিক যেকোনো সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন। আমরা মনে করি সবকিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে।
বুধবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি পপুলার পার্টি। তারা দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। আর জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প কিছু নাই।
জামায়াতে ইসলামীর বিক্ষোভের অনুমতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘যারা রাজনীতি করেন তারা সভা-সমাবেশ করবে, তাদের মতামত প্রদর্শন করবে- এটাই তো স্বাভাবিক। জামায়াতে ইসলামী এখনও নির্বাচন কমিশনের স্বীকৃত দল নয়। কাজেই এ বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নিরূপণ করবেন। সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে কি না, সব বিবেচনা করেই তারা সিদ্ধান্ত দেবেন।’
আগামী নির্বাচনে রাষ্ট্রদূতদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটা বলেছে সেটাই যথেষ্ট। তারাই মনিটরিং করছে। আমরা এটুকু মনে করি, রাষ্ট্রদূতরা যাতে তাদের শিষ্টাচার মেনে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে স্বাধীনতা পুরষ্কার-২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে ফায়ার সার্ভিসের ৯/১০ তলার উপরে লাগা আগুন নিয়ন্ত্রণ করার সক্ষমতা ছিল না। কিন্তু বর্তমানে সর্বাধিক ৬৮ মিটার উচ্চতার টিটিএল গাড়ির মাধ্যমে ২৪তলা ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণ করতে সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিস স্বাধীনতা পুরস্কার ২০২৩ অর্জন করায় সংস্থার সদস্যদের মনোবল আরো দৃঢ় করবে।
অনুষ্ঠানে সংস্থার মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং কমিউনিটি ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর জনসেবায় বিশেষ অবদানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরকে স্বাধীনতা পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়। গত ২৩ মার্চ ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্থার ডিজি মাইন উদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেন।