ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
২০ জুনের পরিবর্তে ১০ জুন বাজারে আসছে হাঁড়িভাঙা আম
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১২:২৮ এএম | অনলাইন সংস্করণ  Count : 1698

রংপুরের সুমিস্ট হাঁড়িভাঙা আম আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০ জুনের পরিবর্তে ১০ জুন থেকে বাজারে আসছে। 

বুধবার (৭ জুন) দুপুরে এই সংক্রান্ত নোটিশ জারি করে রংপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। এর আগে গত সোমবার (৫ জুন)  সময় এগিয়ে আনার দাবি জানিয়ে ডিসির কাছে স্মারকলিপি দিয়েছিলেন চাষীরা।

রংপুরের ডিসি ড. চিত্রলেখা নাজনীন জানান, পদাগঞ্জ থেকে হাঁড়িভাঙা আম চাষীরা একটি স্মারকলিপি দিয়েছিলেন। তাতে চাষীরা দাবি করেছিলেন হাঁড়িভাঙা আম বাজারজাতে তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করার। কারণ হিসেবে তারা বলেছেন, অনাবৃষ্টির কারণে আম পাকা শুরু হয়েছে, আম পরিপুষ্ট হয়েছে। আমের সাইজও ছোট হয়ে যাচ্ছে। আম বাগানে রাখা যাচ্ছে না। সেকারণে সরকার নির্ধারিত ২০ জুন যদি আম বাজারজাত শুরু হয়, তাহলে অনেক আম বাগানেই পেকে নষ্ট হয়ে যাবে। চাষী ও ব্যবসায়িরা লোকসানের মুখে পড়বে। সেকারণে তারা তারিখ এগিয়ে এনে ১০ জুন করার দাবি জানান।

ডিসি আরও জানান, স্মারকলিপি পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদফতরকে বিষয়টি নিয়ে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দিতে বলি। তারা সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেন। তাদের প্রতিবেদনের আলোকে ২০ জুনের পরিবর্তে হাঁড়িভাঙা আম ১০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। আবহাওয়ার কারণেই মূলত আগেই হাঁড়িভাঙা আম এবার পাকছে। সেকারণে এই সিদ্ধান্ত। তিনি চাষী, ব্যবসায়ি ও উদ্যোক্তাদের পরিপুষ্ট আম যথা সময়ে যথানিয়মে বাজারজাত করার আহবান জানান।

ডিসি এবং কৃষি সম্প্রসারণের এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন চাষী, ব্যবসায়ি ও উদ্যোক্তারা।

হাঁড়িভাঙা আম চাষী পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার জানান, পারিপাশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ডিসি স্যারকে স্মারকলিপি দিয়ে বাজারজাতের তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করার দাবি জানাই। তিনি সেটি মঞ্জুর করে নোটিশ দিয়েছেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ।




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com