প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬:৫৫ এএম (ভিজিট : ১৪২)
টি-টোয়েন্টি লিগের ভিড়ে ক্রিকেট বিশ্ব মজেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বুধবার লন্ডনের দ্য ওভালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। দুই পরাশক্তির ফাইনাল উপভোগ করতে সেখানে হাজির হয়েছেন ইমরুল কায়েস এবং এনামুল হক জুনিয়র।
ওভালের গ্যালারিতে দাঁড়িয়ে সেলফি তুলে তা ফেসবুকে প্রকাশ করেছেন ইমরুল। জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটার ক্যাপশনে লিখেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখছি।’ সাবেক স্পিনার এনামুলও তার ভেরিফাইট ফেসবুক পেজে ইমরুলের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেছেন।
ইমরুল এবং এনামুল দুজনেই এখন ইংল্যান্ডে। সেখানে মাইনর কাউন্টিতে খেলছেন ইমরুল। এনামুল পরিবারসহ ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন বেশ আগেই। তাই সুযোগ পেয়ে ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল উপভোগ করছেন তারা।