প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬:৫৭ এএম | অনলাইন সংস্করণ Count : 102
সৌদি প্রো লিগে বিদেশি খেলোয়াড়ের কমতি নেই। কিন্তু ইউরোপ সেরা ফুটবলারদের সেখানে নাম লেখানোর ঘটনা বিরল। এমন বিরল কিছুই ঘটে চলতি বছরের জানুয়ারিতে। বিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাস সেরা একজন পেয়ে আরও অনেক সেরাদের টার্গেট বানিয়েছে সৌদি। তাতে রোনালদোর পর করিম বেনজেমাকে পেয়ে গেল মধ্যপ্রাচ্যের দেশটি।
সবশেষ ব্যালন ডি’অর জয়ী তারকা এখন আল ইত্তিহাদের ফুটবলার। রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন বেনজেমা। এখন মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রাজ্যের সবচেয়ে পুরোনো ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় ৩৫ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার। চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রকাশ করা হয়েছে বেনজেমার নতুন জার্সি।
রিয়ালে সাবেক দুই সতীর্থ এখন নতুন ঠিকানায় লড়বেন শত্রু হিসেবে। সবশেষ লিগ মৌসুমে ইত্তিহাদের কাছে শিরোপা রেসে হেরেছে নাসর। ৫ পয়েন্ট বেশি নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইত্তিহাদ। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এবং আরও উচ্চতায় উঠতে বেনজেমার সঙ্গে হাত মিলিয়েছে ক্লাবটি। অন্যদিকে সম্মান ফিরে পেতে রোনালদোকে ধরে রেখেছে নাসর।
পর্তুগিজ যুবরাজের আশা, পরের মৌসুমে ঘুরে দাঁড়াবে তার দল। নতুন ঠিকানায় তরী ভিড়িয়ে বেনজেমা বলেছেন, ‘ভিন্ন একটি দেশে নতুন একটি ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আমি। আমি স্পেন এবং ইউরোপে অনেক কিছু অর্জন করেছি। এখন নতুন চ্যালেঞ্জ এবং প্রজেক্ট গ্রহণের উপযুক্ত সময়। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি, আমরা একসঙ্গে ক্লাবটিকে নতুন স্তরে নিয়ে যেতে পারব।’