প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৭:১৬ এএম | অনলাইন সংস্করণ Count : 98
গণতন্ত্রকে শক্তিশালী করা, যুবদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা উন্নত ও নারী ক্ষমতায়নে বাংলাদেশকে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক সরকার। এ জন্য দুই দেশের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে।
গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ডেনমার্ক সরকারের পক্ষেক্ষ বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন স্বাক্ষর করেন। এ সময় ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস এবং ইআরডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান চুক্তির উদ্দেশ্য বাংলাদেশ সরকারের জন্য দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৮ বাস্তবায়ন করা। এ জন্য ডেনমার্ক তাদের নিজস্ব মুদ্রায় ডিকেকে ৩০০ মিলিয়ন দেবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭৪ কোটি টাকা।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়, ডেনমার্ক সরকার এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ৫০ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই সময় কৃষি, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশকে সহায়তা করে আসছে। এ ছাড়াও ডেনমার্ক ট্রেড কাউন্সিলের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে জড়িত।