প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮:৩৩ এএম | অনলাইন সংস্করণ Count : 140
হঠাৎ নাটকে নতুন মোড়। সৌদি আরব নাকি বার্সেলোনা, প্রশ্ন যখন এমন, উত্তর সেখানে আসলো ইন্টার মায়ামি! বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ট্রান্সফার নিয়ে হয়তো এমনটা রং বদলানো খবরই স্বাভাবিক।
সম্প্রতি ফরাসি ক্লাব পিএসজি’র সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে লিওনেল মেসির। এরপর থেকেই আলোচনায় রয়েছে কোন ক্লাবকে নিজের গন্তব্য হিসেবে বেছে নিবেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। কেউ বলছেন আবারো বার্সালোনায় ফিরবেন মেসি আবার কেউ বলছেন সৌদি আরবের আল হিলালকেই গন্তব্য হিসেবে বেছে নিবেন তিনি।
তবে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে ভিন্ন খবর। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে যাচ্ছেন মেসি। ইংলিশ তারকা ডেভিড বেকহামের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
স্প্যানিস ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্ট ও মুন্ডো ডিপোর্টিভোকে দেয়া সাক্ষাতকারে মেসি বেলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মায়ামি যাচ্ছি। এখনও আমি শতভাগ নিশ্চিত নই। কিছু বিষয় এখনও বাকি আছে, তবে আমি আমার পরবর্তী যাত্রা সেখানেই শুরু করতে চাই।
এই ক্লাবে যোগদানের উদ্দেশ্যে সৌদি ক্লাব আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়াতেও মেসির জন্য রয়েছে লোভনীয় সব প্রস্তাব, যেখানে যুক্ত থাকছে অ্যাডিডাস, অ্যাপলের মতো ব্র্যান্ডও। এছাড়া ক্লাবটিতে রাজস্ব ভাগাভাগির বিষয়টিও প্রাধান্য পাচ্ছে।
পিএসজি ছাড়ার পরও ইউরোপেই থাকতে চেয়েছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু সন্তোষজনক কোনও প্রস্তাব না আসায় তার বিকল্প ছিল ইন্টার মিয়ামি অথবা আল হিলাল। বিশ্বকাপ জয়ী তারকা শেষ পর্যন্ত মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও ক্লাবটিকে বেছে নেয়ার ক্ষেত্রে এর বাইরেও বেশ কিছু ভাবনা কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে জীবনযাপনসহ বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তি। যার পরিধি বিস্তৃতি থাকবে ফুটবলের বাইরেও। এছাড়া, মিয়ামিতে আগে থেকেই বাড়ি কিনে রেখেছিলেন মেসি, যা এখন ভাড়া দেওয়া। ফলে নতুন সিদ্ধান্তে বাড়ি খোঁজার কষ্টটাও করতে হচ্ছে না তাকে।