ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
বিতর্কে জনি ডেপকন্যার সিরিজ ‘দ্য আইডল’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:৩০ এএম | অনলাইন সংস্করণ  Count : 218

মুক্তির আগেই ‘দ্য আইডল’ সিরিজটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গত ২২ মার্চ কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য আইডল’ সিরিজের দুটি পর্বের প্রিমিয়ার হয়। ভিন্ন একটি কারণে আগে থেকেই সিরিজটি আলোচনায় ছিল। ‘দ্য আইডল’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জনি ডেপকন্যা লিলি-রোজ ডেপ। 

তুমুল জনপ্রিয় এক গায়িকা। নার্ভাস ব্রেকডাউনের কারণে শেষ মুহূর্তে বাতিল হয় তার কনসার্ট। তাকে সাহায্য করতে আসা এক গুরুর সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। এমনই গল্প নিয়ে ‘দ্য আইডল’ সিরিজটি এগিয়ে যায়। 

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, সিরিজটিতে প্রধান চরিত্রের সঙ্গে জনপ্রিয় এক গায়িকার জীবনের মিল, খোলামেলা যৌনতা মিলিয়ে নিয়ে শুরু হয় বিতর্ক। অনেক ভক্তের মতে, ‘দ্য আইডল’ তৈরি হয়েছে ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে। তরুণদের আইডল, খোলামেলা অবতার থেকে ব্যক্তিগত ঝামেলায় গান থেকে দূরে সরে যাওয়া, ব্রিটনি ছাড়া আর কার সঙ্গে এভাবে মিলে যায়! সিরিজে এই গায়িকার চরিত্রেই অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তার অভিনীত চরিত্রটি ব্রিটনি স্পিয়ার্সের জীবনের প্রেরণায় তৈরি কি না জানতে চাইলে লিলি বলেন, ‘সুনির্দিষ্টভাবে এটা কারও ওপর তৈরি না। অন্য কারও গল্প আমরা বিক্রি করতে চাই না। তবে এটা অস্বীকার করব না, চরিত্রটি তৈরির পেছনে অনেকের জীবনের প্রেরণা আছে। তাদের কেউ হয়তো পপ তারকা, কেউ নন।’ 

সিরিজে অতিরিক্ত খোলামেলা দৃশ্যের উপস্থিতি নিয়েও কথা বলেছেন লিলি। এতে লিলির বিপরীতে দেখা গেছে কানাডীয় গায়ক দ্য উইকেন্ডকে। গত রোববার থেকে প্রচার শুরু হয়েছে সিরিজটি। পরের পর্ব মুক্তি পাবে ১১ জুন।




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com