ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৪০৮)
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে এলাকাবাসী বলেছেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সেজন্য সরকারদলীয় কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছেন। নানা উপায়ে তারা এই নির্বাচনকে বাধাগ্রস্তের চেষ্টা করছেন। বৃহস্পতিবার (৮ জুন) তাদের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন রাজনৈতিক কর্মী জানান, নির্বাচন বাধাগ্রস্ত করতে উচ্চ আদালতেও যাচ্ছেন কেউ কেউ। খসড়া ভোটার তালিকা সংশোধন চেয়ে করেছেন একাধিক রিট। সেখানে দাবি করা হয়েছে, মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যেন বাদ দেওয়া হয়।

বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ নির্বাচনের তফসিলের ওপর কোন স্থগিতাদেশ দেননি। তবে খসড়া ভোটার তালিকা সংশোধন চেয়ে রিট পিটিশনে যুক্ত একটি আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। সময় দিয়েছেন সাতদিন।

আদালত বলেছেন, এই আদেশ ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না।

রিটকারীর পক্ষে মামলা লড়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। তবে মামলার শুনানির এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কেএম কামরুল কাদের বলেন, এই মামলা করেছেন কি নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে? আমরা নির্বাচন বন্ধে কোনো আদেশ দেব না।

উল্লেখ্য, পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন হয় না সাত বছর। সম্প্রতি ওই পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close