প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:১২ পিএম আপডেট: ০৯.০৬.২০২৩ ১০:২৬ পিএম (ভিজিট : ৮৯৫)
শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার ধাক্কায় রবিন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে ও দৈনিক সময়ের আলো পত্রিকায় কর্মরত মো. অকলেছুর রহমানের শ্যালক তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় রবিন।
এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার বিষয়ে জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/মিশু