ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি হলেন আরাফাত
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১১:১২ পিএম  (ভিজিট : ২৬২)
চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) মারা যাওয়ার পর শূন্য ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। 

শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে দলীয়  মনোনয়ন দেওয়া হয়। 

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত দীর্ঘদিন যাবৎ দলের চাহিদা বাস্তবায়নে কাজ করছেন। টকশোসহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দল হাইলাইট করে আসছিলেন। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের গত ২২তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সসদ্য করা হয়। দলের কেন্দ্রীয় সদদস্য হওয়ার পর থেকে তার দলের পক্ষে কার্যক্রম আরও বেড়ে যায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নীতিও নিয়েও বেশ কাজ করেছেন তিনি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠক করেছেন। এরপর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচনবিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে একটি চিঠি দিয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। যেহেতু ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। ফলে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কূটনৈতিক জোন এলাকাটি। সে কারণে মোহাম্মদ আলী আরাফাত এ আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দিলো আওয়ামী লীগ।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন ২২ জন। এরমধ্যে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, যুবলীগের সাবেক নেতা আবদুল খালেক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য আবু সাঈদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা নজরুল ইসলাম তামিজি, সাবেক সচিব ও মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, গুলশান থানা আওয়ামী লীগের নেতা আরাফাত আশওয়াদ ইসলাম, নাট্যাভিনেতা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক (একাংশ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হেফজুল বারী মোহাম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির প্রস্তাবিত সদস্য তাহসিন মাহবুব, আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ফেরদৌস আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম, প্রয়াত আকবর হোসেন পাঠানের পুত্র রৌশন হোসেন পাঠান, সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড্যানি সিডাক।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close