সন্তানকে হারিয়ে বাবার আহাজারি
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম (ভিজিট : ২৪৭৯)
কক্সবাজারে সমুদ্রে নেমে এক সাথে গোসল করছিলো পরিবারটি। হঠাৎ আদরের সন্তানকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় হয়ে পড়েন পিতা-মাতা। ছুটে আসেন ট্যুরিস্ট পুলিশের কাছে। সৈকতের বালিতে পরে আর্তনাদ করছিলো আর ট্যুরিস্ট পুলিশ এর কাছে এসে হারানো সন্তানটি সম্পর্কে বলছিলো।
ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণাৎ আবেগঘন পরিবেশকে সামাল দিয়ে অভিভাবককে আশ্বস্ত করেন এবং তাৎক্ষনিক সন্তানকে খোঁজার বিষয়ে তৎপর হোন।
নিখোঁজ হওয়া ওই শিশু সাভার পল্লি বিদ্যুৎ এলাকার মো: রাহুল প্রামানিকের ছেলে মো: আয়মান (৭)। পরে ওই শিশুকে খুঁজে বের করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেয় টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
একমাত্র সন্তানকে খুঁজে পেয়ে হারানো ছেলেটির মা-বাবা ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সময়ের আলো/জেডআই