ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের নিয়ে সিনেটর-এমপিদের আলোচনা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২২ এএম | অনলাইন সংস্করণ  Count : 1003

বাংলাদেশের সরকার নিয়ে প্রবাসে দীর্ঘ ষড়যন্ত্র রয়েছে অস্ট্রেলিয়ায়। জানা গেছে, এই ঘৃণ্য প্রক্রিয়ার সাথে যুক্ত কিছু প্রবাসী। গত জুন ২০২৩-এ, সিনেটকে বিভ্রান্ত করে ভুল তথ্য ও উপাত্ত জানিয়ে সিনেট শুনা্নি পর্যন্ত করা হয়। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান গ্রীন পার্টির দুই সিনেটরকে দিয়ে এই কাজটি করা হয়েছে। 

ইতোমধ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আবুল হাসনাত মিল্টন ও অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম অফিসিয়ালী দুই সিনেটরের শুনা্নিতে বিস্ময় প্রকাশ করেন। সেই সঙ্গে শুনা্নির বিরুদ্ধে অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের পক্ষ্য থেকে ২৭ পাতার পিটিশন দায়ের করেন। উক্ত পিটিশনটি গ্রীন পার্টির দুই সিনেটরের সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, পররাস্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট অব হাউজ (সিনেট) ও স্পিকারের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জনগনের অর্থে চালিত সিনেট শুনানিতে একটি তৃতীয় দেশ বাংলাদেশে মিথ্যা গুম ও মানবাধিকার সম্পর্কিত মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রদান করা হয়, যা অস্ট্রেলিয়ান বাংলাদেশি হিসেবে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। 

যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ড. আবুল হাসনাত মিল্টন, আব্দুল্লাহ আল নোমান শামীম ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতা সাজ্জাদ সিদ্দিকীকে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে তিনটি ক্লোজ ডোর মিটিং-এ ডাকা হয়। এসময় তিনটি আলাদা আলাদা মিটিঙে বাংলাদেশের পরিস্থিতি, সমস্যা ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনটি মিটিং হয়, সিকিউরিটি ও ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান পিটার খলিল এমপি, ৪৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পার্লামেন্টরি ফ্রেন্ডসের মেট বুরেল এমপি, সিনেটর টনি শেলডনের সাথে। এ সময়, রোহিঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যায় বাংলাদেশের অবস্থান, মানবাধিকার-গণতন্ত্র-গার্মেন্টস-নারীর ক্ষমতায়ন-সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের জন্য সহানুভুতিশীল অবস্থান ও বর্তমান উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা করেন তারা। সেই সাথে এই উন্নয়ন ও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখায় বর্তমান বাংলাদেশের অবস্থানে আস্থা রাখার কথাও বলেন। সিনেট শুনা্নির ব্যাপারে অস্ট্রেলিয়ার অবস্থান জাতিসংঘের নীতির সাথে যাবে বলে নিশ্চয়তা দেন। অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামিম ও সাজ্জাদ সিদ্দিকী প্রতিটি আলোচনার প্রারম্ভে গুরুত্বপূর্ণ তিন নেতার কাছে পিটিশন হস্তান্তর করেন। সেই সাথে অন্য দেশের আভ্যন্তরীন বিষয়ে অস্ট্রেলিয়ার যেকোনো হস্তক্ষেপের বিরূপ মনোভাবের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। সিনেটর টনি শেলডন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সমস্যা তারা বোঝেন, সেই সাথে জনগনের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের দারুন সাফল্যে তারাও ভাগীদার। একইসাথে সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিষয়ে যেকোন কারনের বিরুদ্ধে থাকবে অস্ট্রেলিয়ার অবস্থান।

তিনটি মিটিং-এ উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের তিন ব্যবসায়ী মো. রাশেদুল আলম, মো. শাহাদাত আলম চৌধুরী ও রায়ান শরীফ। মূলত স্টুডেন্ট কনসালটেন্সি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিকরা এসময়ে বাংলাদেশ থেকে কিভাবে আরো ব্যাপকসংখ্যক ছাত্রকে অস্ট্রেলিয়ায় আনা যায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ পার্লামেন্টরি ফ্রেন্ডস'এর প্রভাবশালী অন্যতম নেতা মেট বুরেল এমপি, সিনেটর টনি শেলডনের সাথে। মেট বুরেল এমপি, সিনেটর টনি শেলডন জানতে চান অস্ত্রেলিয়ান বাংলাদেশী ব্যবসায়িদের পরামর্শ।

মূলত তিনটি বিষয় নিয়ে কিভাবে বাংলাদেশে থেকে ছাত্রদের বাজার বৃদ্ধি করা যায়, ভ্যাট ডিগ্রীতে দ্রুত ভিসা চালু ও সংখ্যা বৃদ্ধি ও রিজিওনাল শিক্ষায় গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার শিক্ষা, জীবন ব্যবস্থা ও সুন্দর ভবিষ্যত নিয়ে প্রচার ও সুবিধা বাড়ানোতে প্রবাসী বাংলাদেশী স্টুডেন্ট কনসালটেন্টদের পক্ষ্য থেকে লিখিত প্রস্তাব পেশ করে করেন রাশেদুল আলম। মেট বুরেল এমপি ও সিনেটর টনি শেলডন এসময়ে মনোযোগ দিয়ে প্রস্তাবনা শোনেন এবং এবিষয়ে বিস্তারিত কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন।

মেট বুরেল এমপি অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূতের সাথে সভার পরেই ডাকা এই ক্লোজডোর মিটিংএর গুরুত্ব উল্লেখ করে বলেন, আপনাদের সাথে কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বিধায় আমি আপনাদের সাথে বসাটা আজই করেছি। ভবিষ্যতে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে থাকবে এবং কিভাবে দ্রুততম সময়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার এডুকেশনে আরো হার আনা যায়, সে বিষয়ে কাজ করবো।

এসময়ে বিশিষ্ট রাজনীতিবিদ হারিশ ভেলজী ও আয়শা আমজাদ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ান সরকারের সাথে উচ্চ পর্যায়ে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্তের ব্যপারে ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এটিই ছিলো এযাবত কালের সবচেয়ে বড় বেসরকারি আলোচনা, যা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হয়েছে।


সময়ের আলো/আরএস/ 





এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com