ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
চালু হচ্ছে হ্যালো আরপিএমপি
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৭ পিএম | অনলাইন সংস্করণ  Count : 96

সেবা কার্যক্রম সহজ ও গতিশীল করতে ‘হ্যালো আরপিএমপি’ নামে অ্যাপ চালু করতে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) উদ্বোধনের মধ্যদিয়ে এ অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

আরপিএমপি কমিশনার জানান, মহানগরীর কারও কোনো অভিযোগ, প্রশ্ন বা পরামর্শ থাকলে, কিংবা কোনো তথ্য দিতে চাইলে এ অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। তথ্য বা অভিযোগ সংক্রান্ত ছবি ও ডকুমেন্ট দেওয়ার অপশন থাকবে। মাদক বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। তবে যাতে কেউ কোনো ভুয়া তথ্য দিয়ে হয়রানি করতে না পারেন সেজন্য তথ্যদাতাকে কোডের মাধ্যমে শনাক্ত করা হবে।

তিনি আরও বলেন, কোন এলাকায় যানজট আছে, কোন এলাকায় নেই; সেই তথ্য নিয়মিত দেওয়া হবে। এ থেকে রাস্তায় চলাচলকারীরা যে এলাকায় বেশি যানজট রয়েছে সে এলাকা এড়িয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে পারবেন।

এরসঙ্গে ওয়েব পোর্টাল সংযুক্ত থাকবে জানিয়ে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, আমাদের সব ইউনিট ও থানা-ফাঁড়িতে কর্মরত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর দেওয়া হবে। অ্যাপে সেবা কার্যক্রমের বর্ণনা ও সাফল্যের কথাও তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও মিডিয়া উইং উৎপল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com