প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫০ এএম আপডেট: ১৭.০৯.২০২৩ ৬:১১ এএম | অনলাইন সংস্করণ Count : 263
আইফোন ১৫ সিরিজের নতুন চারটি মডেল উন্মোচন করেছে অ্যাপেল। মডেলগুলো হলোÑআইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে মডেলগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এবারের ১৫ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে যুক্ত হয়েছে নতুন চার চমক।
অ্যাপল দাবি করছে, আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স দুটি মডেলের বডি ও ফ্রেম তৈরি করা হয়েছে উন্নত মানের টাইটানিয়াম দ্বারা। টাইটানিয়াম ব্যবহারের ফলে এই ভ্যারিয়েন্টগুলো হবে অন্যান্য মডেলের তুলনায় হালকা ও মজবুত। পাশাপাশি মডেলগুলোতে যুক্ত করা হয়েছে নতুন এ-১৭ বায়োনিক চিপ, যা বিশে^র প্রথম ৩ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত, যা মডেলগুলোর পারফরম্যান্স আরও বাড়িয়ে দিবে এবং ৬টি গ্রাফিক্স প্রসেসিং কোর থাকায় আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে গেমিংয়ের ভিজ্যুয়াল পারফরম্যান্স অনেকটাই বেশি পাওয়া যাবে।
ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে অ্যাপলের নিজস্ব লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত করা হয়েছে আইফোনের ১৫ সিরিজে। ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়া সম্ভব। ক্যামেরার নকশায় তেমন পরিবর্তন না এলেও হাই-রেজুলেশনের ছবি এবং ভিডিওর জন্য ফোন দুটির প্রধান ক্যামেরার রেজ্যুলেশন বাড়িয়ে ৪৮ মেগাপিক্সেল করা হয়েছে। ২৪ মিলিমিটার, ২৮ মিলিমিটার ও ৩৫ মিলিমিটার ফোকাস দৈর্ঘ্যরে তিনটি ক্যামেরাকে ব্যবহার করে সাতটি ভিন্ন ফোকাস দৈর্ঘ্যরে ছবিও তোলা যাবে। বাড়তি ফিচার হিসেবে আইফোন ১৫ প্রো সিরিজে ৩ গুণ জুম ও প্রো ম্যাক্সে সিরজে ৫ গুণ জুম প্রযুক্তির সাহায্যে দীর্ঘ দূরত্বের ছবি (টেলিফটো) তোলার ফিচার যুক্ত করা হয়েছে। এবং ফোরকে রেজুলেশনে ভিডিও রেকর্ডের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে সরাসরি এক্সটার্নাল ড্রাইভেও ভিডিও সেভ করা যাবে দাবি করছে প্রতিষ্ঠানটি।
এই ফোন দুটিতে আরও যুক্ত হয়েছে অ্যাকশন বাটন নামের নতুন একটি ফিচার। ভলিউম বাটনের ওপরে থাকা এই বাটন ব্যবহার করে ফোনের বিভিন্ন অপশনগুলো শর্টকাটে ব্যবহারের জন্য কাস্টমাইজড করা যাবে।