ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
সেনা টহলকে লক্ষ্য করে গুলি
চাঁদাবাজি করতে গিয়ে 'কেএনএফ' সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৮ পিএম আপডেট: ১৮.০৯.২০২৩ ৪:৩১ পিএম | অনলাইন সংস্করণ  Count : 356

পার্বত্য জেলা বান্দরবানের রুমা বাজার এলাকায় অবৈধ চাঁদা (টোল) আদায়কালে সেনাবাহিনীর হাতে 'কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী আটক হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রুমা উপজেলার বেথেলপাড়ায় এ ঘটনা ঘটে। আটক কুকি সন্ত্রাসীর নাম- বয় রাম বম (২৫)। তিনি রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়ার জারেম লাল বমের ছেলে।

জানা গেছে, এ অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে আহত বয় রামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেনাবাহিনীর একটি দল রুমা সদর উপজেলার বেথেলপাড়ায় সন্ত্রাসীদের চাঁদা আদায়ের গোপন তথ্য জানতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সেনা টহল দল বেথেলপাড়ায় পৌঁছলে কয়েকজনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনা টহল দল পাল্টা গুলি চালালে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে যেতে বাধ্য হয়। তবে সেখানে গুলিবিদ্ধ হয়ে আটক হন বয় রাম বম নামে ওই কেএনএফ সন্ত্রাসী। আটক হওয়ার পর বয় রাম নিজেই চাঁদাবাজি করতে আসার বিষয়টি এবং সেনাটহলের উপরে প্রথমে গুলি চালানোর বিষয়টি স্বীকার করে বক্তব্য দিয়েছেন। 

একটি ভিডিওতে আহত বয় রাম বোমকে বলতে দেখা গেছে, 'আমরা চার-পাঁচ জন বেথেলপাড়ায় চাঁদার টাকা উঠাচ্ছিলাম। ওই সময়ে সেনাবাহিনীর একটি দল এখানে আসলে আমরা তাদের উপরে গুলি চালাই। এরপর সেনাবাহিনীও আমাদের উপরে গুলি চালায়। পরে আমি আহত হয়েছি, বাকিরা পালিয়ে গেছে।'

এদিকে, কেএনএফ এবং তাদের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ওই চাঁদাবাজ আহত অবস্থায় আটক হওয়ার পর তাকে একজন নিরীহ সাধারণ জনগণ আখ্যা দিয়ে বিভিন্ন ফেসবুক পেইজে নিহত হওয়ার খবরসহ মিথ্যাচার করে যাচ্ছে বলেও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। যদিও আটক সন্ত্রাসীর একাধিক কম্ব্যাট (সামরিক বাহিনীর আদলে) পোশাক পরিহিত একাধিক ছবি এবং ভিডিও পেয়েছে নিরাপত্তা বাহিনী। যেখানে তাকে কেএনএ'র হয়ে থাকে কাজ করতে দেখা গেছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com