প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 79
বগুড়ার সোনাতলায় জাহেরা বেওয়াকে (৮৫) গলা কেটে হত্যার অভিযোগে তার ছেলে মো. হেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ ও র্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। হেলাল জেলার সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামের বাসিন্দা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া র্যাব-১২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
এ সময় তিনি জানান, গত ২৫ আগস্ট রাত আড়াইটার দিকে কে বা কারা জাহেরা বেওয়াকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় জাহেরার বড় ছেলে সোনাতলা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এরপর র্যাব ছায়া তদন্তে নামে। পরে সন্দেহজনক আসামি হিসেবে হেলালকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে নিজের মাকে হত্যার ঘটনায় হেলালকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব, অন্যকে ফাঁসানো, জায়গা-জমি নিয়ে কারও সাথে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা তা তদন্তাধীন। আসামিকে সোনতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জিকে