ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
ঢাকা মেডিকেলে বোরকা পরে নারী সেজে কিশোরের চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪০ এএম আপডেট: ১৯.০৯.২০২৩ ৮:০২ এএম | অনলাইন সংস্করণ  Count : 167

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় বোরকা পরে মহিলা সেজে চুরি করার সময় (১৭) বছরের এক কিশোরকে আটক করেন হাসপাতালের আনসার সদস্যরা। প্রায় ২০ ঘণ্টা আনসার সদস্যদের ক্যাম্পে রাখার পর সেই কিশোরকে সোমবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা ওই কিশোরকে বোরকা পরা অবস্থায় আটক করেন। তাকে ২০ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন তারা। ওই কিশোরের কাছ থেকে জানা যায় তাকে আনসার সদস্যরা লাঠি দিয়ে মারধরও করেছে। বাচ্চু মিয়া জানান, চুরি করার সন্দেহে ওই কিশোরকে কোনোমতেই আনসার সদস্যরা তাদের হেফাজতে ঘণ্টার পর ঘণ্টা রাখতে পারে না। বিষয়টি শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল সরকার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে এক মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয় বোরকা পরা অবস্থায় ওই কিশোর। একপর্যায়ে ওই মহিলার সন্দেহ হলে বোরকা পরা ওই কিশোরকে ধরে ফেলেন। পরে আনসার সদস্যরা তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। বোরকা খুলে দেখা যায় সে মেয়ে নয়, ছেলে। তার বয়স আনুমানিক ১৭ বছর। ধরার পর থেকে ওই কিশোর আমাদের হেফাজতেই ছিল। তার বাড়ির ঠিকানা নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কিশোরের পরিবার আসবে আসবে বলে প্রায় ২০ ঘণ্টা অতিক্রম হলেও আর আসে নাই। পরে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

তবে ওই কিশোর হাসপাতালে বোরকা পরে ঘুরে ঘুরে চুরির বিষয়গুলো স্বীকার করে। এ ঘটনার ২ দিন আগে নাক কান গলা বিভাগে ভর্তি থাকা নুরজাহান নামের এক রোগীর স্বজনের কাছ থেকেও ওই কিশোর কৌশলে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ওই মহিলাও আজকে শনাক্ত করেছেন কিশোরকে তার হাতের ট্যাটু দেখে।

ওই কিশোর জানায়, তার বাড়ি নারায়ণগঞ্জ নিমতলা এলাকায়। ৫০০ টাকা দিয়ে বোরকা কিনে সেটা পরে সে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির চেষ্টা করে। রোববার রাতে চুরি করার সময় আনসার সদস্যরা তাকে ধরে তাদের হেফাজতে রাখেন এবং লাঠি দিয়ে পায়ে অনেক আঘাত করেন।

এ বিষয়ে হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, হাসপাতালের আনসার সদস্যরা বোরকা পরে চুরি করার সময় এক ছেলেকে আটক করে হাসপাতালের পুলিশের কাছে হস্তান্তর করেছে।



সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com