প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১:৪২ এএম | অনলাইন সংস্করণ Count : 56
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে আফ্রিকার দেশ কঙ্গোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
কঙ্গোর সুশীল সমাজ সংস্থা ফোর্সেস ভাইভসের সভাপতি ম্যাথিউ মোল জানিয়েছেন, রোববার মংগালা প্রদেশের লিসাল শহরের কঙ্গো নদী-তীরবর্তী এলাকায় ভূমিধস হয়। তিনি আরও জানান, নিহতরা নদী-তীরবর্তী পাহাড়ি এলাকায় বাস করতেন।
ম্যাথিউ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বাড়িঘর ধসে গেছে। ধসে যাওয়া বাড়িঘরের নিচে অনেক মানুষ আটকা পড়ায় নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
প্রদেশের গভর্নর সিজার লিম্বায়া এমবাঙ্গিসা জানিয়েছেন, জীবিতদের বাঁচাতে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার জন্য ভারী যন্ত্রপাতি প্রয়োজন। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, চরম আবহাওয়ায় দারিদ্র্য ও দুর্বল অবকাঠামোর কারণে এ অঞ্চলের মানুষজনের জীবনযাপন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে গত এপ্রিলে দেশের উত্তরের কিভু প্রদেশের লুবেরো অঞ্চলে একাধিক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিল।
সময়ের আলো/আরএস/