প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৪ এএম আপডেট: ১৯.০৯.২০২৩ ৮:০৪ এএম | অনলাইন সংস্করণ Count : 101
প্রখ্যাত চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন।সোমবার রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গেছে, সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তারা দুজনেই কানাডায় থাকেন। তাদের দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
সৈয়দ সালাহউদ্দি জাকী ধানমন্ডির বাসাতেই বসবাস করছিলেন। সোমবার রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন।
নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন সৈয়দ সালাহউদ্দি জাকী।
সময়ের আলো/আরএস/