ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
রাজধানীর ভাটারায় দুটি প্রাইভেট ক্লিনিক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৬ এএম | অনলাইন সংস্করণ  Count : 68

রাজধানীর ভাটারা এলাকায় অনুমোদনহীন দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে একটি হলো বেসরকারি ভাটারা জেনারেল হাসপাতাল অপরটি ভাটারা ডায়াবেটিক সেন্টার।

জানা গেছে, লাইসেন্স নবায়ন না করা, কাগজপত্রে ত্রুটি এবং ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় করার কারণে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

সোমবার রাতে স্বাস্থ্য অধিদফতরের ক্লিনিক ও হাসপাতালগুলোর উপ-পরিচালক ডা. বেলাল হোসেন সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা এলাকায় দুুটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। এই দুটি প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে চালানো হচ্ছিল। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে রোববার এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযানে নামার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি জানান, সোমবার থেকে সারা দেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com