ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
মুক্তির মেয়াদ বেড়েছে ৬ মাস, আট ঘণ্টা সিসিইউতে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৯ এএম | অনলাইন সংস্করণ  Count : 94

হঠাৎ অক্সিজেন কমে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার রাত ৩টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় ৮ ঘণ্টা পর অবস্থার কিছুটা উন্নতি হলে সকালে ফের কেবিনে আনা হয় তাকে। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্বাভাবিক নয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে তার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে দ্রুত বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার সন্ধ্যায় সময়ের আলোকে বলেন, ‘ম্যাডামের শ্বাসকষ্ট কমেছে। তবে অবস্থা ভালো বলার সুযোগ নেই। শরীরে জ্বর ওঠানামা করছে। কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইনের কাছাকাছি চলে গেছে। শরীরে দুর্বলতা রয়েছে। স্বাভাবিকভাবে খাবারে রুচি কমেছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে পেট থেকে পানি বের করার পর কিছুটা স্বস্তিবোধ করেন বিএনপি চেয়ারপারসন। লিভার জটিলতার কারণে তার নানা সমস্যা বাড়ছে। এর ফলে অন্য রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকদের খুব সতর্কতার সঙ্গে ওষুধ দিতে হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে বারবার বিদেশে মাল্টিপুল ডিজিস সেন্টারে নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। সেখানে জরুরি ভিত্তিতে তার লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্ল্যান্ট) করা প্রয়োজন।’

এবারই সবচেয়ে বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি সূত্র বলছে, স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার শয্যাপাশে আছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

মুক্তির মেয়াদ বেড়েছে আরও ছয় মাস : খালেদা জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব (কারা অনুবিভাগ) মো. জিয়াউল হক প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না-এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল। দণ্ড স্থগিত করে তার এই মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়।

বিদেশ পাঠানোর আহ্বান ফখরুলের : খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে দ্রুত বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকরা তার ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। তার অ্যাডভ্যান্স ট্রিটমেন্ট দরকার। সেই অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই। এই কারণে বারবার বোর্ড বলছে, তাকে বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য পাঠানো অত্যন্ত জরুরি। সবকিছু ভুলে তার জীবন রক্ষায় অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।


সময়ের আলো/আরএস/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com