ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
রায়ের বাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৬ এএম | অনলাইন সংস্করণ  Count : 92

রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমিত পাল (২০) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর গভমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাওন ভুইয়া জানান, শিকদার মেডিকেলের সামনে বেরিবাধে রক্তাক্ত অবস্থায় দাড়িয়ে ছিলেন ওই কলেজছাত্র। তখন তারা কয়েকজন মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন

আহত সমিত জানান, তার বাসা রায়েরবাজার ছাতা মসজিদ এলাকায়। তিনি বাসা থেকে হেটে শিকদার মেডিকেল এলাকায় যাচ্ছিলেন এক বন্ধুর সাথে দেখা করতে। পথে রায়েরবাজার সাদেকখান রোডের ডেন্টাল গলিতে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ধারালো অস্ত্র দেখিয়ে সবকিছু বের করে দিতে বলে। তবে দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তার পিঠে একাধিক ছুরিকাঘাত করে। আঘাত ফেরাতে গিয়ে তার বাম হাতের কব্জিতেও একটি আঘাত লাগে। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রায়েরবাজার এলাকা থেকে ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। তার বাম হাতের কব্জি ও পিঠে আঘাত রয়েছে। ঘটনাটি তদন্ত করতে মোহাম্মদপুর থানা পুলিশকে  জানানো হয়েছে।

সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com