প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৯ এএম | অনলাইন সংস্করণ Count : 114
'দুর্নীতি করব শেষ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী র্যালি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
র্যালিতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মাওলা, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ও দুর্নীতি বিরোধী র্যালির আহ্বায়ক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, দেশ থেকে দুনীর্তি দূর করতে হলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে। এই দু'টি জিনিস মানুষের মধ্যে থাকলে মানুষ আর দুর্নীতি করতে পারে না।
উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি। যার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন আর দুর্নীতি হচ্ছে না। দুর্নীতি হচ্ছে না বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এপিএতে ১০ম স্থান অর্জন করেছে। এ বিশ্ববিদ্যালয় যেন দুর্নীতিমুক্ত থাকে সেজন্য সর্বাত্মক চেষ্টা করছি।
তিনি আরও বলেন, এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো করছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে লিডিং পর্যায়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
সময়ের আলো/আরএস/