ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
মহাতারকাহীন চ্যাম্পিয়ন্স লিগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৫ এএম | অনলাইন সংস্করণ  Count : 118

আগের মৌসুমে ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের মিশনে ছিলেন না শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগে মহাতারকাদের না থাকার মিছিলটি বেশ দীর্ঘ। ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট উৎসব চ্যাম্পিয়ন্স লিগে এবার নেই বিশ্বকাপজয়ী ফুটবল সেনসেশন লিওনেল মেসি। 

এখানেই শেষ নয়। ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার, গোলমেশিন করিম বেনজেমা, সাদিও মানের মতো মাঠ কাঁপানো ফুটবলাররাও থাকছেন না এবারের ইউরো ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। মেসি গেছেন মার্কিন মুলুকে। বাকিরা দাপাচ্ছেন সৌদি প্রো লিগ। এমনি অবস্থায় আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে নতুন মৌসুমের (২০২৩-২৪) চ্যাম্পিয়ন্স লিগ।

প্রথম দিনেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতে ইউরো ক্লাব ফুটবল ইতিহাসে অন্য উচ্চতায় উঠে এসেছে সিটিজেনরা। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের রেড স্টার বেলগ্রেড। এই গ্রুপের বাকি ম্যাচে দ্বৈরথে নামবে ইয়ং বয়েজ ও আরবি লিপজিগ। ম্যাচে ঘরের মাঠে খেলবে বয়েজরা।

শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই সাবধানী গার্দিওলা। টানা দ্বিতীয়বার শিরোপা জয় প্রসঙ্গে এই চ্যাম্পিয়ন কোচের ভাষ্য, প্রথমবার শিরোপা জেতা কঠিন। তবে দ্বিতীয়বার বোধকরি তুলনামূলকভাবে সহজ। আসলে চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নকআউটপর্বে ওঠার পর। আপাতত প্রথম ম্যাচে ৩ পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের আসরে প্রথম দিন ‘ই’ থেকে ‘এইচ’ এই চার গ্রুপের ১৬টি দল মাঠে নামবে। বরাবরের মতোই আট গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩২টি দল। তবে ৩২ দলের আয়োজনে এটাই শেষ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মৌসুম থেকে অংশ নেবে ৩৬ দল। নতুন ফরম্যাটে বাড়বে চারটি দল।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ডেথ গ্রুপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ‘এফ’ গ্রুপকে। এই গ্রুপে আছে ফরাসি জায়ান্ট পিএসজি, জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড, ঐতিহ্যবাহী ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে পিএসজি ও ডর্টমুন্ড। ম্যাচে ঘরের মাঠে খেলবে পিএসজি। মেসি, নেইমার, বেনজেমা না থাকায় সবার চোখ থাকবে গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপের দিকে। যদিও মেসি-নেইমার-এমবাপে থাকার পরও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ফরাসি ক্লাবটি। এই ডেথ গ্রুপের অন্য ম্যাচে নিউক্যাসলকে আতিথ্য দেবে এসি মিলান।

প্রথম দিনেই মাঠে নামছে লা লিগা শিরোপাধারী বার্সেলোনাও। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাদের প্রতিপক্ষ অ্যান্টওয়ার্প। ‘এইচ’ গ্রুপের বাকি ম্যাচটিতে স্বাগতিক শাখতার দোনেৎসকের সঙ্গে লড়াইয়ে নামবে এফসি পোর্তো। এ ছাড়াও ‘ই’ গ্রুপে তাপ ছড়ানো ম্যাচে স্বাগতিক লাজিওর সঙ্গে দ্বৈরথে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই গ্রুপের অন্য ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ফেইনুর্ড ও সেলটিক।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com