ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
তানজিম সাকিবকে রাষ্ট্রদ্রোহী বললেন জ্যোতিকা জ্যোতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০০ পিএম | অনলাইন সংস্করণ  Count : 346

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নানা ইস্যুতে কথা বলে থাকেন তিনি। আবার কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতেও দ্বিধা করেন না জ্যোতি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, রীতিমতো জাতীয় দলের এই পেসারকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তিনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তানজিম সাকিবকে নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের সুবিধার জন্য জ্যোতির পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়ার। কিন্তু সে এ দেশের জাতীয় সংগীত গাওয়া এবং বিজয় দিবস পালন করাকে ঘৃণা করে। তাহলে সে এ দেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অধিকার রাখে কি? এ রকম রাষ্ট্রদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নেবে আশা রাখি। এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে, একজন কর্মজীবী নারী হিসেবে আমার সক্ষমতা-যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। পাশাপাশি দেশের কর্মজীবী নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই। আমি জানি এ প্রসঙ্গে চুপ থাকাই নিরাপদ ভেবে অনেকেই চুপ থাকবে, আবার নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে কিছু লোক ইনিয়ে-বিনিয়ে ব্যক্তি ও বাকস্বাধীনতার কথা বলবে। কিন্তু এই দুটোই ভয়ংকর। অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া সমান অপরাধ বলে আমি মনে করি। আর বাকস্বাধীনতা যদি হয় অন্যকে অপমান, কুসংস্কার ছড়ানো তাহলে সেটা নিশ্চই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না। আমি স্পস্টভাবে তাই আমার অবস্থান পরিষ্কার করছি।

মগজ ভর্তি নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা নিয়ে যেকোনো মানুষ বাঁচতেই পারে, সেটা তার মতাদর্শ। কিন্তু যখন একজন প্রকাশ্যে সেসব পিছিয়ে থাকা মতাদর্শ নিয়ে বর্বর সময়কে ইঙ্গিত করে তখন সেই মতাদর্শকে আর বাড়তে দেওয়া ঠিক না। সাধারণ মানুষ হলেও এড়িয়ে যাওয়া যায়, কিন্তু একজন জাতীয় দলের ক্রিকেটার যার লাখ লাখ ফলোয়ার তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তাহলে ঘৃণার চাষাবাদ বাড়তে বাড়তে দেশ আইয়ামে জাহেলিয়ার দিকে আগাবে।

সময়ের আলো/এএ/জেডআই




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com