বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনসহ ৮ ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির আভিযোগ এনেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি’র অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)। নাসির হোসেন দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন নাসির। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)-র পক্ষে ডেজিগনেটেড অ্যান্টি করাপশন অফিসিয়াল (ডিএসিও) হিসেবে এই তদন্তে নামে আইসিসি। খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে তারা। নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো হলো-
১. ধারা ২.৪.৩ - ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহারের ডিএসিও (উঅঈঙ) রসিদ প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
২. অনুচ্ছেদ ২.৪.৪ - কোডের অধীনে দুর্নীতিমূলক আচরণে জড়িত হওয়ার জন্য প্রাপ্ত কোনো পদ্ধতি বা আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ ডিএসিও-র কাছে প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
৩. অনুচ্ছেদ ২.৪.৬ - ডিএসিও দ্বারা পরিচালিত তদন্তে সহযোগিতায় ব্যর্থ হওয়া বা অস্বীকার করা।