প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৮ পিএম আপডেট: ১৯.০৯.২০২৩ ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 1297
দৌলতদিয়া পতিতাপল্লীকে উপজীব্য করে সত্যাশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘‘অচলায়তনের অপ্সরী’’ এর ৩য় মঞ্চায়ন হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে এ নাটকের মঞ্চায়ন করা হয়।
পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এ নাটকের মঞ্চায়ন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ থিয়েটারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন।
‘‘অচলায়তনের অপ্সরী’’ নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।
সময়ের আলো/জিকে