ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
আগামী সপ্তাহে ৭-৮ জন সাবেক এমপি তৃণমূলে যোগ দিবেন: অন্তরা হুদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম আপডেট: ২০.০৯.২০২৩ ৬:৫৩ এএম | অনলাইন সংস্করণ  Count : 265

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে চলে আসলেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। শমসের মবিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও তৈমুর আলম মহাসচিব নির্বাচিত হন। এ ছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে তারা নির্বাচিত হন। এর আগে দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়। এরপর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমুর আলমকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান কাউন্সিলের সভাপতি অন্তরা হুদা। তার আশা- শমসের-তৈমুরের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে। তিনি বলেন, আমার পিতা বিএনপির মন্ত্রিপরিষদে থাকা অবস্থায়ই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন।

সেদিন যদি সেই ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে উঠত না। এখন এই তত্ত্বাবধায়কের জন্য কত আন্দোলন। অথচ আন্দোলনকারী এই দলই সেই সময় ক্ষমতায় ছিলেন। আমরা আর এই পুরনো বির্তকে না যাই। তবে এই তত্বা্বধায়ক সরকার ব্যবস্থা যখনই উঠে আসে তখনই দু:খপ্রকাশ করে নিজেদের সাত্বনা দেই।

২০১৫ সালে ব্যারিস্টার নাজমূল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিনদিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা চেয়ারম্যান। কাউন্সিলের মাধ্যমে এখন তিনি এক্সিকিউটিভ চেয়ারপারসন।

তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে নারায়ণগঞ্জ বিএনপির সাবেক আহবায়ক তৈমুর আলম বলেন, বিএনপি তো আমাকে বহিষ্কার করেছে। এরপর আমি দেড় বছর অপেক্ষা করেছি একটা শোকজ নোটিশের জন্য। কেন বহিষ্কার করেছে আমাকে জানান। কিন্তু তা করা হয়নি। তিনি বলেন, তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এখানে কাউকে অবজ্ঞা বা অবহেলা করা হবে না। দলে আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর শমসের মবিন চৌধুরী বলেন, দল পরিবর্তন হলেও রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন হয়নি। তৃণমূল বিএনপি একটি স্বাধীন রাজনৈতিক দল। এই দলের চিন্তাভাবনা নিজেদের। এটি ‘কিংস পার্টি’ নয় এটি জনগণের পার্টি। কিংস পার্টি গঠিত হয়েছিল এক–এগারোর সময়।

অনুষ্ঠানে পরিচালন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান। দলটি মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকায় তার একটি বার্তা শুনানো হয়। কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত নাজমুল হুদার একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

সকাল থেকে মিলনায়তনের বাইরে বিভিন্ন স্থান থেকে তৃণমূল নেতারা সমবেত হন। তারা রেজিস্ট্রেশন বুথে নাম তালিকা ভুক্ত করে মিলনায়তনে প্রবেশ করেন। তৃণমূল বিএনপির নেতারা জানান, ৬৪ জেলা থেকে তৃণমূল বিএনপির নেতারা যোগ দিয়েছে। তবে উপস্থিত অনেক কাউন্সিলর ছিলেন কিশোর। তাদের বয়স ১০-১৫ বছরের মধ্যে। তাদের গলায় ছিল কাউন্সিলরের কার্ড ও গায়ে ছিল কাউন্সিলের টি-শার্ট।

অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নাজিম উদ্দিন আল আজাদ, প্রগতিশীল ন্যাপ, গণআজাদী লীগ, গণআজাদী লীগ, সনাতন পার্টি, হিউম্যানিস্ট পার্টি, মানবাধিকার আন্দোলন, ইসলামী গণতান্ত্রিক লীগ, জনতা ফ্রন্ট, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, জাতীয় মুক্তি দল প্রভৃতি ‘অখ্যাত’ রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

আগামী সপ্তাহে আরও চমক আসছে

কাউন্সিল শেষে অন্তরা সেলিমা হুদা সময়ের আলোকে বলেন, আরও ৭-৮ জন বিএনপির সাবেক নেতা ও এমপি তৃণমূল বিএনপিতে যোগ দিবেন। তারা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিবেন। কেশৈলগত কিছু কারণে কাউন্সিল অনুষ্ঠানে তারা আসেননি। তিনি বলেন, মানুষ সামাজিক মাধ্যমে আমাদেরকে মীরজাফর বললেও আমরা দমে যাব না। বাবার আদর্শ ধরে রেখে এগিয়ে যাব।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com