ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

‘দাইয়ুস’ বলতে কী বোঝায়?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২০ এএম  (ভিজিট : ১৮৭)
অনেকের মুখে দাইয়ুস শব্দটি শোনা যায়। কেউ কেউ অন্যকে দাইয়ুস বলে গালি দেয়। বিশেষত নারীঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করতে দেখা যায়। মূূলত শব্দটি পাপাচারী পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়-এর অর্থ এমন আত্মমর্যাদাহীন ব্যক্তি, যে তার স্ত্রী বা মাহরামের ক্ষেত্রে পাপাচার (তথা ব্যভিচারকে) সমর্থন করে।

মুসনাদে আহমাদের এক হাদিসে বর্ণিত হয়েছে-হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, তিন ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা জান্নাত হারাম করেছেন-১. মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। ২. পিতা-মাতার অবাধ্য সন্তান। ৩. দাইয়ুস অর্থাৎ ওই আত্মমর্যাদাহীন ব্যক্তি, যে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পাপাচার অর্থাৎ ব্যভিচার ইত্যাদিকে সমর্থন করে (মুসনাদে আহমাদ, হাদিস : ৫৩৭২)।

অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না-১. পিতা-মাতার অবাধ্য সন্তান। ২. পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী। ৩. দাইয়ুস তথা নিজের মাহরাম নারীর পাপে সমর্থনকারী ব্যক্তি (মুসনাদে আহমাদ : ৬১৮০)। উল্লেখ্য, কাউকে দাইয়ুস বলে গালি দেওয়া নাজায়েজ। এ থেকে বিরত থাকা আবশ্যক। (মিরকাতুল মাফাতিহ : ৭/২২০; আলবাহরুর রায়েক : ৫/৪৪; আদ্দুররুল মুখতার : ৪/৭০)


সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com