ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

নামাজে সামনের কাতার খালি হলে করণীয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৩ এএম  (ভিজিট : ১৬৯)
মসজিদে জামাতে নামাজের সময় দেখা যায় ইকামত শেষে ইমাম নামাজ শুরু করার পর সামনের কাতারে ফাঁকা জায়গা বের হয়। কখনো নামাজ শুরু হয়ে যাওয়ার পরও কোথাও খালি জায়গা দেখা যায়। তখন পেছন থেকে দুয়েকজন নামাজিদের সামনে দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, এ ক্ষেত্রে নামাজিদের সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ আছে?
তাহমিদুর রহমান শেরপুর

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেলেও খালি স্থানের জায়গা পূরণ করার জন্য তাদের সামনে দিয়ে যাওয়া যাবে। কারণ কাতার পূূর্ণ করার হুকুম পালনের জন্য মুসল্লিদের সামনে দিয়েও যাওয়া জায়েজ। 

প্রকাশ থাকে যে, নামাজ শুরু করার আগেই ডানে-বামে লক্ষ করে মিলে মিলে দাঁড়াতে হয়। হাদিস শরিফে এসেছে, জাবির ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমরা কি এভাবে কাতারবন্দি হয়ে দঁড়াবে না, যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়?’ আমরা বললাম, ফেরেশতারা তাদের রবের সামনে কীভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তারা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ায়’ (মুসলিম : ৪৩০; হালবাতুল মুজাল্লী : ২/৩১২; রদ্দুল মুহতার : ১/৬৩৬)


সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com